Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার, গ্রেফতার ১

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : জীবন রক্ষাকারী ওষুধও নকল হচ্ছে। নগরীর লালখান বাজার পশ্চিম হাইলেভেল রোডের একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের এ অভিযানে জব্দ করা হয়েছে নকল ওষুধ প্যাকেজিংয়ের বিপুল পরিমাণ সামগ্রী। এ সময় মোঃ সাইদুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গতকাল (বুধবার) ভোরে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ওই বাড়িতে বসে জালিয়াত চক্র ভেজাল ও নকল ওষুধ তৈরি করে তা বিভিন্ন কোম্পানীর নামে প্যাকেটজাত করে বিক্রি করছিল। এ প্রাণঘাতী অপতৎপরতায় জড়িত সাইদুলের সঙ্গীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, নকল ওষুধ তৈরি করে নিজেদের তৈরি করা প্যাকেটে মেইন ইন ইন্ডিয়া এমনকি দেশের নামকরা বিভিন্ন ওষুধ কোম্পানীর নামে প্যাকেটজাত করা হচ্ছে। কতিপয় চিকিৎসক ও অসাধু ফার্মেসী মালিকের মাধ্যমে এসব ওষুধ বাজারজাত করা হচ্ছে।
সাইদুল ইসলামের ভাড়া বাসা থেকে উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে নিউট্রিয়াজ ১ হাজার ২৪০ প্যাকেট প্রতিটিতে ট্যাবলেটের সংখ্যা ৩০টি। কথিত ভারতে তৈরি মাল্টি ভিটামিন ট্যাবলেটের ৬৭টি প্যাকেট প্রতিটিতে ৩০টি করে ট্যাবলেট রয়েছে। এছাড়া মোট ২৮টি ব্র্যান্ডের আরও লক্ষাধিক ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল স্বীকার করেছে ওই বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে তার নেতৃত্বে একটি চক্র নকল ওষুধের ব্যবসা করে আসছিল। নকল ওষুধ তৈরি করে তা বিভিন্ন নামকরা ওষুধ কোম্পানীর প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছিল তারা। এসব ভেজাল ওষুধ বিক্রি ও বাজারজাতের সাথে জড়িত বেশ কয়েকজন চিকিৎসক ও নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ফার্মেসির নাম ঠিকানা ডিবিকে জানিয়েছে সাইদুল। উল্লেখ্য, এর আগে নগরীতে বেশ কয়েক দফা ভেজাল ও নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ