Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ২:২২ পিএম

ঐতিহাসিক যশোর-বেনাপোল মহাসড়কে দেড় শতাধিক বছরের পুরাতন ২৩১২টি গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সচেতন যশোরবাসীর ব্যানারে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওয়ার্কার্স পার্টি, ছাত্র ফেডারেশনসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, মাহমুদ হাসান বুলু ও যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু।
বক্তারা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কে জমিদার কালী পোদ্দারের লাগানো গাছগুলো শতাব্দীকাল ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের উন্নয়ন যশোরবাসী চায়। তবে প্রায় আড়াই হাজার গাছ রেখে তা করতে হবে।
গাছ কাটার সিদ্ধান্ত বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ