Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় শীতে শিশুসহ ৫ জনের মৃত্যু

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ৫:৫৩ পিএম

পাবনা এবং এর আশপাশের জেলার উপর দিয়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে প্রচণ্ড শীত। তীব্র বাতাসে শীতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ৬ দিনে ৪জন শিশু শীতে আক্রান্ত হয়ে মারা গেছে। শ্বাসজনিত কষ্ট ও শীতে এক মহিলার মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। জেনারেল হাসপাতালে আজ(রবিবার) ডায়রিয়া ও নিউমোনিয়ায় ও শ্বাসজনিত কষ্টে আক্রান্ত হয়ে ৩২ শিশু সহ ৫৪ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেডের সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাবনা জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন, তারা যথাসাধ্য চেষ্টা করছেন, রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। পাবনায় শীতের তাপমাত্রার পারদ কিছু কমলেও শীত কমেনি। পাবনার ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস । যা গত সপ্তাহের সর্বকালের সর্বনিম্ন ৫ .৫ মাত্রার তাপমাত্রার চেয়ে বেড়েছে। শীতের পারদ কিছুটা ঊর্ধ্বগতি হলেও শীতের তীব্রতা কমছে না। ঈশ্বরদী আবহাওয়া অধি দপ্তর বলছে, আগামী ২০ জানুয়ারির দিকে আবার শৈত্য প্রবাহ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এখন স্বাভাবিক শীত চলছে। বাতাসের কারণে শীত বেশী অনুভূত হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

৩১ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ