মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয় ভাষ্যের শিরোনামে লিখেছে: ফায়দা হাসিল করে পাকিস্তানকে ভুলে গেছে যুক্তরাষ্ট্র। ভারতকে সেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনৈতিক সহযোগী উল্লেখ করে বেইজিং বলছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে অপরিহার্যভাবে চীন-রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে ইসলামাবাদ। দ্য গ্লোবাল টাইমস-এর এক সম্পাদকীয় ভাষ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকার বিপুল প্রশংসা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রনৈতিক ভাষ্যের মতো করেই বলা হয়েছে, বৈশ্বিক সন্ত্রাসবিরোধী তৎপরতায় পাকিস্তানের ত্যাগ অসামান্য। এখনও পাকিস্তানের সীমান্ত ব্যবহার করেই আফগানিস্তানে রসদ পাঠায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, আফগান যুদ্ধ পাকিস্তানে রাজনৈতিক সংঘাত বাড়িয়েছে। ওই যুদ্ধের ফলাফল হিসেবেই সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। পাকিস্তান সেই সন্ত্রাস মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। গ্লোবাল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।