Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এল সালভেদরের ২ লাখ অভিবাসী বিতাড়িত করবে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এল সালভাদরের কমপক্ষে দুই লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এদের সংখ্যা আড়াই লাখও হতে পারে। বৈধভাবে যুক্তরাষ্ট্রে দুই দশক বা প্রায় ২০ বছর বসবাস করার পর তাদেরকে অতিরিক্ত দেড় বছর সময় দেয়া হয়েছে। বলা হয়েছে, এ সময়ের মধ্যে তাদেরকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে। এর মধ্যে বৈধতার অন্য উপায় না পেলে তাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এই পরিকল্পনায় এল সালভাদরের নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, ক্ষোভ। উল্লেখ্য, ২০০১ সালে দু’দফা ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৮ হাজার মানুষ মারা যাওয়ার পর সালভাদরের নাগরিকদেরকে বিশেষ আইনগত বৈধতা দেয়া হয় যুক্তরাষ্ট্রে। সোমবার এ স¤প্রদায়কে বৈধবাবে যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিত্তিতে সুরক্ষিত মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। বলা হয়, এল সালভাদরের নাগরিকদেরকে যে ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস (পিপিএস)’ দেয়া হয়েছিল তা ২০১৯ সালের ৯ই সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ