Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটসম্যান মাশরাফি, লেগ স্পিনার তামিম!

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সাকিব-মাশরাফি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দিন ঘনিয়ে আসছে। ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ। প্রতিপক্ষ যতটা শ্রীলঙ্কা, তার চাইতে ঢের বেশি চন্ডিকা হাতুরুসিংহে। তাইতো প্রস্তুতিতে কোন ঘাটতি রাখছে না বাংলাদেশ দল। গত ২৭ ডিসেম্বর থেকেই চলছে ক্যাম্প। ধীরে ধীরে রঙ ছড়াচ্ছে ক্যাম্পের প্রস্তুতি। ব্যাটসম্যানরা তো বটেই, বোলাররাও ঘাম ঝড়াচ্ছেন ব্যাট হাতে। তবে গতকাল একটু বেশিই আরোড়ন তুললেন একজন ‘বোলার’। তাকে অবশ্য এখন আর শুধু বোলার বললে ভুল বলা হবে, অন্তত পক্ষে শেস হওয়া বিপিএলে পর। তিনি আর কেউ নন মাশরাফি বিন মর্তুজা।
বিপ টেস্টের পর থেকেই ৩৩ জনকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা-নীরীক্ষা চালাচ্ছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তারই অংশ হিসেবে ক্রিকেটারদের দ্বৈত চরিত্রে আবির্ভাব হওয়া। সকাল থেকে ধারাবাহিক বল করে, দুপুরের দিকে ব্যাটিং করতে আসেন মাশরাফি। নেটে ব্যাটিংয়ে এসেই শুরু করেন স্বাভবসুলভ মারমুখী ব্যাটিং। যেন বিপিএলের সেই মাশরাফিই ফিরে এসেছেন নেটে। পেসারদের ধোয়ার পর স্পিনারদের বিপক্ষে ছিলেন আরো ধুন্ধুমার। হেলমেট ছাড়াই বেধড়ক পিটিয়েছেন মিরাজ-অপুদের।
ব্যাটসম্যান মাশরাফিকে তো অনেকেই চেনেন। তবে বোলার তামিম ইকবালকে চেনেন কি? গতকাল দেখা মিলল এই ওপেনারের ভিন্ন চরিত্রও। ক’দিন জিম আর নেটে নিজের ব্যাটিং ঝালাই করে নিয়ে এদিন নামেন বল হাতে! একাডেমীর উইকেটে একের পর এক লেগ স্পিন বোলিং করে গেছেন তামিম। তামিমের বোলিং মোকাবেলা করেছেন টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকার।
তামিমের বোলিং কাছেই দাঁড়িয়ে দেখেছেন মিরাজরা।
প্রধান কোচ নেই। দুই অধিনায়কসহ সিনিয়রদের দায়িত্বটা তাই অনেক বেশি, সেটি বোঝাতে মাশরাফি, সাকবকে তো ‘কোচ’ বলেই আখ্যা দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কে জানে কখন কাকে কাজে লাগে! তাইতো সকলকেই নতুন বছরের নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি করছেন টেকনিক্যাল ডিরেক্ট সুজন, সহকারী কোচ হ্যালসলরা।
তারই অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হওয়া দুটি ডে-নাইট প্রস্তুতি ম্যাচের দল ঘোষনা করেছে বিসিবি। শিশিরের কারণে ম্যাচের সময় এগিয়ে আনা হতে পারে দুই ঘন্টা। দুপুর বারটা থেকেই শুরু হওয়ার কথা ম্যাচগুলো। প্রথম প্রস্তুতি ম্যাচও শুরু হবে বারটায়। আগামীকাল প্রথম ম্যাচে বিসিবি সবুজ দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা আর লাল দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
প্রথম প্রস্তুতি ম্যাচে দুই দলে ভাগ হয়ে খেলবেন ২২ জন ক্রিকেটার। তবে অতিরিক্ত একজন খেলোয়াড়সহ প্রতিটি দলে ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩৩ জন, সেখান থেকে থাকছেন না ৮ জন। মোসাদ্দেক, সাদমান, শুভাশীষ, রাব্বি, মুমিনুল, শফিউল, তাইজুল, মেহেদীরা প্রথম ম্যাচে থাকছেন দর্শক হয়ে।

প্রস্তুতি ম্যাচের দল
বিসিবি লাল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।
বিসিবি সবুজ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাইফ উদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ