Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ এএম | আপডেট : ১১:৪০ এএম, ২৯ ডিসেম্বর, ২০১৭

নিউইয়র্কের ব্রংক্স বরো এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চারজন। নিহতদের মধ্যে এক বছর বয়সী শিশুও আছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ আগুন লাগার ঘটনা ঘটে বলে আজ শুক্রবার বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসি জানান, আগুন এ মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানাতে পারেননি তিনি।
এছাড়াও ভবনের বাকি বাসিন্দাদের স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান নিউইয়র্ক সিটি মেয়র।
স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয় এক টুইট বার্তায় জানায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তারা অগ্নিকাণ্ডের এলার্মের সংকেত পান। ১৬০ জন দমকল কর্মী অগ্নি নির্বাপণে অংশ নেয়।
ফর্ডাম বিশ্ববিদ্যালয় এবং ব্রংক্স চিড়িয়াখানার কাছেই প্রসপেক্ট এভিনিউতে অবস্থিত এ ভবনটি প্রায় ১০০ বছরের পুরনো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ