নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী আসরের উদ্বোধন করেন আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশনের (আইএএএফ) সহ-সভাপতি ও এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল দাহলান আল হামাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।
জাতীয় অ্যাথলেটিক্সকে সামনে রেখে ২০ ডিসেম্বর ঢাকায় আসেন দাহলান। তিন দিনের সফর শেষে আজ কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। কাল জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিডিয়ার মুখোমুখী হন দাহলাম। সেখানে বাংলাদেশের ভ‚য়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের আতিথিয়তায় দারুণ মুগ্ধ বলেও জানান আইএএএফের সহ-সভাপতি। তার বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোমানের অ্যাথলেটরা উঠে আসবে এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে। দাহলান আল হামাদ বাংলাদেশকে ট্র্যাকসহ টেকনিক্যাল ও টেকটিক্যাল সহায়তা দেয়ারও আশ্বাস দেন। অ্যাথলেটিক্সে কিভাবে সাফল্য পেতে পারে বাংলাদেশ- এমন প্রশ্নে দাহলানের উত্তর, ‘তৃণমূল থেকে অ্যাথলেট তুলে আনতে হবে। শুধু তুলে আনলে হবে না প্রতিভাবানদের ধরে রাখার দায়িত্বও নিতে হবে ফেডারেশনকে। বিশেষ করে স্কুল পর্যায় থেকে প্রতিভাবান অ্যাথলেট বাছাই করে আনতে হবে। স্কুল পর্যায়ে কাজ না করলে ভালোমানের অ্যাথলেট কখনই পাওয়া সম্ভব না।’
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি আলী কবির বলেন,‘আমরা একটা ভিশন নির্ধারণ করে উনার কাছে তুলে ধরেছি। সেখানে শেখ কামাল অ্যাথলেটিক্স অ্যাকাডেমিকে পূর্ণাঙ্গ অ্যাকাডেমি হিসেবে গড়ে তুলতে সহায়তা করা, দক্ষিণ এশিয়া অঞ্চলে আরডিসি এবং ট্র্যাক স্থাপন এবং আমাদের দরিদ্র অ্যাথলেটদের আর্থিকভাবে সহায়তা প্রদানের আবেদন রয়েছে। তিনি আমাদেরকে সব রকম সহযোগিতা করার আশ্বান দিয়েছেন।’ এদিকে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন নৌ-বাহিনীর দুই অ্যাথলেট। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে প্রথম খেলেই সোনা জিতে নিয়েছেন নৌবাহিনীর আবদুর রউফ। ২১.৭৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। আর মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টেও সেরা দেশের দ্রæততম মানবী শিরিন আক্তার। শুধু সেরা নয়, নিজের অন্যতম এই ইভেন্টে ২৫.৫৭ সেকেন্ড সময় নিয়ে হ্যাটট্রিক স্বর্ণ জিতেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।