Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনকে ভোট দেবে ৮৩ ভাগ ভোটার

নির্বাচন নিয়ে পরিচালিত সা¤প্রতিক জরিপে তথ্য প্রকাশ

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রায় ৮৩ দশমিক ৩ ভাগ ভোটার দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেবেন বলে পরিকল্পনা করছেন। আগামী রোববার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে পরিচালিত সা¤প্রতিক জরিপে এ তথ্য জানানো হয়েছে। ভিটসিওম জানিয়েছে, জরিপে অঙ্ক নেয়া ৭০ ভাগ মানুষই জানিয়েছে, তারা ভোট দিতে যাবে। সা¤প্রতিক তথ্য অনুযায়ী, ৮৩ দশমিক ৩ ভাগ রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন। ৮২ দশমিক ২ শতাংশ তরুণ, ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ৮৩ দশমিক ৩ শতাংশ এবং ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী ৮৮ দশমিক ৮ শতাংশ ভোটার পুতিনকে সমর্থন করেন। জরিপের ফলাফল অনুযায়ী, এলডিপিআর নেতা ভøাদিমির ঝিনিনোভোসকি ৪ দশমিক ১ শতাংশ, কমিউনিস্ট পার্টির নেতা জেনাদি জিউগানোভ ৩ দশমিক ৩ শতাংশ, ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি ০ দশমিক ৮ শতাংশ, পার্টি অব গ্রোথের নেতা বোরিস তিতোভ ০ দশমিক ৭ শতাংশ, টেলিভিশন উপস্থাপিকা সেনিয়া সোবচাক ০ দশমিক ৩ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। তবে ১২ শতাংশ ভোটারই ভোট দেবেন কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন আর ৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা অবশ্যই ভোট দেয়া থেকে বিরত থাকবেন। সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্সি নির্বাচনে ২৩ জন লড়াই করার পরিকল্পনা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো নির্বাচনে লড়াই করবেন ভøাদিমির পুতিন। এর আগে ২০১২ সালে ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেন পুতিন। তাস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ