Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ১৯তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সদ্য প্রয়াত জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আনিসুল হক ও জনপ্রিয় বংশীবাদক ও সংগীত শিল্পী বারী সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১(এক) মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্টুডিও পর্বের ধারণ কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশাত্মবোধকে প্রাধান্য দিয়েই তৈরী হয়েছে এবারের পরিবর্তন। এ ছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, ফেইস বুক এর অপব্যবহার, প্রশ্নপত্র ফাঁস, ভর্তি বাণিজ্য, সাম্প্রদায়িক দাঙ্গা, পারস্পারিক বিশ্বাস-অবিশ্বাস, ঘুষ-দুর্নীতি, বীর শ্রেষ্ঠ, থার্টিফাস্ট নাইটের নামে অপসংস্কৃতি চর্চা ইত্যাদি বিষয় উঠে আসবে এবারের পরিবর্তনে। পরিবর্তনের এই পর্বের জন্য তৈরী করা হয়েছে নতুন ২টি দেশাত্মবোধক গান। গীতিকবি জাহিদ আকবরের কথায় সুজন আরিফ এর সুরে দীর্ঘ ১৫ বছর পর কোন ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গান গাইবেন জনপ্রিয়কন্ঠ শিল্পী তপন চৌধুরী। দেশের অপরূপ সৌন্দর্যই এই গানটির কথায় ফুটে ওঠেছে। সেরা নাচিয়ে চ্যাম্পিয়ান আবু নাইম ও নৃত্যশিল্পী বারিশ হক ১৬ জন সহশিল্পীদের নিয়ে গানটির সাথে নৃত্য পরিবেশন করবেন। দেলোয়ার আরজুদা শরফ এর কথায় বাংলাদেশের মেয়ে শিরোনামে আরেকটি দেশাত্মবোধক গান গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় চার কন্ঠশিল্পী ঝিলিক, নাজু আখন্দ, লুইপা এবং লুবনা লিমি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী, সুরকার সুজন আরিফ। বারী সিদ্দিকী।স্মরণে থাকবে তারই গাওয়া জনপ্রিয় গান ‘আমি একটা জিন্দা লাশ’। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন বারী সিদ্দিকী, আর গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। আর গানটি গাইবেন প্রয়াত এই শিল্পীর ২(দুই) যোগ্য শিষ্য, এ সময়ের জনপ্রিয় দুই কন্ঠশিল্পী নোলক বাবু ও পুলক অধিকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত ৭ জন বীর শ্রেষ্ঠকে নিয়ে মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত তিন জন দর্শককে নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এছাড়া নিয়মিত পর্ব হিসেবে রয়েছে হজম আলী, শালা-দুলাভাই, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা’ প্রেমিক- প্রেমিকা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম ইত্যাদি। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা,গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ