পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে মুক্ত করতে প্রয়োজনে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। জেরুজালেম হবে মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণা কোনভাবেই মেনে নেয়া হবে না। বিশ্বমুসলিমকে আমেরিকার কাছে তেল বিক্রি বন্ধসহ পর্যায়ক্রমে আমেরিকান সকল পণ্য বর্জন করতে হবে। তিনি বিশ্ববাসীর প্রতি আমেরিকার বিরুদ্ধে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহŸান জানান। গতকাল সন্ধ্যায় রাজধানীর রামপুরা একরামুন্নেসা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খ জাকারিয়া রিসার্চ স্টোরের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী দিলাওয়ার হোসাইন, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। ঢাকাস্থ আমেরিকান দূতাবাস অভিমুখে গণমিছিল সফল করায় দেশবাসীকে পীর সাহেব চরমোনাইর আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।