মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চতুর্থ দফা রাশিয়ার প্রেসিডেন্ট হতে আাগামী বছরের মার্চের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত বুধবার নিঝনি নভগরোদের ভোলগা শহরের একটি গাড়ি কারখানার শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করার সিদ্ধান্ত নিয়েছি, বলেন ২০০০ সালের পর থেকে রাশিয়ার ক্ষমতার লাগাম ধরে রাখা পুতিন। আগামী নির্বাচনে জয়ী হলে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। রাশিয়ার এক টেলিভিশন সাংবাদিক কেসেনিয়া সবচাকও প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন; যদিও জনমত জরিপ বলছে, নির্বাচনে পুতিন তাকে সহজেই পরাজিত করতে পারবেন। অর্থ আত্মসাতের অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলের নেতা আলেক্সিই নাভালনির নির্বাচনে অংশগ্রহণে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আছে। অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নাভালনি বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ ও ইউক্রেনের ক্রিমিয়াকে মানচিত্রে সংযোজন করে বিশ্বমঞ্চে রাশিয়াকে ফের শক্তিশালী দেশ হিসেবে উপস্থাপন করায় অধিকাংশ রুশের কাছেই পুতিনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। যদিও সমালোচকরা তার বিরুদ্ধে দুর্নীতিতে মদদ দেওয়া এবং ক্রিমিয়া দখলের অভিযোগ করে থাকেন। ২০১৪ সালে ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া অধিগ্রহণ করার কারণে রাশিয়া আন্তর্জাতিক মহলেরও নিন্দা কুড়িয়েছে। ১৯৫২ সালের ৭ অক্টোবর তৎকালীন লেনিনগ্রাদে (বর্তমানের সেইন্ট পিটার্সবুর্গ) জন্ম নেওয়া পুতিন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। কমিউনিস্টশাসিত পূর্ব জার্মানিতে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাশিয়ার পুতিন যুগে তার অনেক সাবেক সহযোদ্ধাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।