পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আবারও সউদী আরবকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির দাবি, ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে বিমানবাহিনী। সউদী আরবের বিমান বাহিনীর প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের রাজ্য আসিরের দক্ষিণাঞ্চলের শহর খামিস মুসহাতে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত ৪ নভেম্বর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। সেটিও আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছিল সরকার। এরপর সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দেন, এই ক্ষেপণাস্ত্র হামলা সউদী আরবের বিরুদ্ধে যুদ্ধের শামিল। এএফপি, আল আরাবিয়াহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।