Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ-যৌন হয়রানির প্রতিবেদন জমা দেয়ার আলটিমেটাম

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার আলটিমেটাম দিয়েছে জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’। আগামী ৬ মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। জাতিসংঘের ওই কমিটি গত মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী কেন ও কীভাবে এই ধর্ষণ ও যৌন নির্যাতন চালিয়েছে এবং তাদের হামলায় কতো বালিকা ও নারী নিহত হয়েছে তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। সেইসঙ্গে এসব অপরাধে জড়িত সেনাসদস্যসহ অন্যান্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে কি না এবং হয়ে থাকলে তাদের বিচার প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে তাও জানানোর আহ্বান জানানো হয়েছে। ২৩ জন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়ে জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’ গঠিত হয়েছে। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গা নারীদের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেদন হাতে পাওয়ার পর তা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে হস্তান্তর করবে। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযান শুরু হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ