পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বালি এয়ারপোর্টে আটকে পড়া ট্যুরিস্টদের হোটেল ফেরার জন্য বাস সার্ভিস চালু করেছে ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টার। আর হোটেলগুলো প্রথম রাত বিনে পয়সায় ট্যুরিস্ট রাখার ঘোষণা দিয়ে জানিয়েছে, দ্বিতীয় রাত থেকে ৫০ শতাংশ বা অর্ধেক ভাড়া গুনলেই চলবে। দুর্যোগকালীন এই পরিস্থিতিতে পর্যটন দ্বীপ বালির ট্রাভেল এজেন্সিগুলোও তাদের কর্মীদের ১৫ পয়েন্টে ট্যুরিস্টদের সহযোগিতার জন্য নিয়োজিত রেখেছে। বালি ট্যুরিজম হসপিটালিটি বিভাগ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের হোটেল ভাউচার দিচ্ছে অনেক এয়ারলাইনস। এমনকি যাত্রা বাতিলের জন্য যাত্রীদের নগদ অর্থও দিচ্ছে জেট স্টার-এর মতো কোনো কোনো এয়ারলাইনস। এক্ষেত্রে প্রতি রাতের জন্য তারা গুনছে প্রায় ১২ মার্কিন ডলার (১ ডলারে ৮৫ টাকা)। অপর এক খবরে বলা হয়, মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে দ্বিতীয় দিনের মতো ইন্দোনেশিয়ার বালি শহরের আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালেও আগ্নেয়গিরিটির শীর্ষদেশ থেকে ৩ কিলোমিটার উচ্চতা পর্যন্ত গাঢ় ছাইয়ের কুন্ডুলি দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে। গত সপ্তাহ থেকে মাউন্ট আগুংয়ে উদগীরণ শুরু হয়। গত সোমবার কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির আশপাশে সর্বোচ্চ সতর্কতা জারি করে, বাড়ানো হয় ‘প্রবেশ নিষিদ্ধ’ এলাকার সীমানা। আশপাশের এলাকার অন্তত ১ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় প্রথমে মঙ্গলবার সকাল পর্যন্ত এনগুরাহ রাই (ডেনপাসার) বিমান বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দেয়। একদিনে ৪০০-র বেশি ফ্লাইট বাতিলে প্রায় ৫৯ হাজার পর্যটক বিপাকে পড়েন। গতকাল মঙ্গলবার বিমানবন্দরটি আরও একদিন বন্ধ রাখার ঘোষণা আসে। স্থানীয় বিমান পরিবহন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে পথে বিমান চলবে আগ্নেয়গিরির ছাই তা ঢেকে রেখেছে। এ ছাই উড়োজাহাজের জ্বালানি ও কুলিং সিস্টেমের ক্ষতি করতে পারে, নষ্ট করে দিতে পারে ইঞ্জিন। বিমান চালকের দৃষ্টিসীমাতেও বিঘœ ঘটাত পারে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।