রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পবিত্র জুমা’র নামাজ আদায়ে রাজবাড়ীর বালিয়াকান্দির রসুলপুর দরবার শরীফের মাদরাসা ময়দানে লাখো মুসল্লির ঢল দেখা গেছে। গতকাল শুক্রবার রসুলপুর মাদরাসা ময়দানে লাখো মুসল্লি জুমা’র নামাজের জামাতে অংশ নেন।
অনুষ্ঠিত বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসা ময়দানে নামাজ আদায় করেন মুসল্লিগন। জুমার নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন চার তরিকার পীরে মোকাম্মেল রসুলপুরী পীর সাহেব হযরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী। পুলিশিং নিরাপত্তার মধ্যে দিয়ে উপস্থিত মুসল্লিরা শৃঙ্খলার সঙ্গে জুমা’র নামাজে অংশগ্রহণ করেন। বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন জুমা’র দিন হওয়ায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থানসহ উপজেলার আশ-পাশের এলাকার জুমার নামাজকে ঘিরে জনস্রোতের ঢল নামে রসুলপুর দরবাার শরীফের মারদাসা ময়দানে।
গত বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি রসুলপুর মাদরাসা ময়দানে ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিলে দ্বিতীয় দিনের জুমা’র নামাজে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ধর্ম প্রাণ মুসল্লিদের আগমনে এক মিলন মেলার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১৫ ফেব্রুয়ারি সকালে বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।