Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাদের অপসারণ ছাড়া শান্তি চুক্তি সম্ভব নয়

রিয়াদে সিরিয়া বিরোধীদের বৈঠকোত্তর যৌথ বিবৃতি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার বিরোধী দলগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরিয়া সংকট সমাধানে জাতিসংঘের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়। এতে শান্তি চুক্তির প্রস্তাবিত অন্তর্বর্তী সময়ে বাশার আল আসাদকে কোনও দায়িত্বে না রাখার দাবি করেন বক্তারা। গত শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গ্রুপের ১৪০ জনেরও বেশি সদস্য অংশ নেন। বিরোধীদের মুখপাত্র আহমেদ রামাদান বলেন, সিরিয়ার বিরোধী দল বার্তা দিয়েছে যে, তারা যে কোনও সময় রাজনৈতিক পরিবর্তনের পক্ষে একমত। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল আসাদের অপসারণ ছাড়া শান্তি চুক্তি সম্ভব নয়। বিবৃতিতে আশাবাদ প্রকাশ করে বলা হয়, জাতিসংঘের প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়া খুব দ্রæত পরিবর্তনের মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক দেশ থেকে গণতান্ত্রিক দেশে উন্নীত হবে। তবে শাসক গোষ্ঠীর সহিংসতার কারণে রাজনৈতিক প্রক্রিয়া তার লক্ষ্য অর্জন করতে পারছে না। বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারেরও দাবি জানান বিরোধীরা। খবরে বলা হয়, রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকের পর ৫০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সমঝোতা কমিটি গঠনের কথা। এ কমিটি পরবর্তী জাতিসংঘ সংলাপে অংশ নেবে। সভার নারী মুখপাত্র বাসমা কদমানি বলেন, আমরা রিয়াদে সব অংশীদার একত্রিত হয়েছি। কায়রো ও মস্কোতে আলোচনার মাধ্যমে ঠিক করবো কারা জেনেভা শান্তি আলোচনায় সরাসরি সংলাপে অংশ নেবে। বৈঠকে সিরিয়ায় ইরানের সেনা ঘাঁটি স্থাপনের তীব্র নিন্দা জানানো হয়। অভিযোগ করা হয়, ইরান সমর্থিত মিলিশিয়ারা সিরিয়ায় শিয়া-সুন্নি বিরোধের বীজ বপন করছে। সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় এক কোটি ১০ লাখ সিরীয় নাগরিক। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ