Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জিয়ায় সুন্দরী প্রতিযোগিতার ভেন্যুতে আগুন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জর্জিয়ার বাটুমি শহরের এক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ জন নিহত ও অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে কৃষ্ণসাগর তীরবর্তী রিসোর্টের ২২ তলা লিওগ্র্যান্ড হোটেল ও ক্যাসিনোতে আগুন লাগে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের সবাই আগুনের ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন বলে শহরের স্বাস্থ্য মন্ত্রী জাল মিকেলাদজে জানিয়েছেন। কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা শতাধিক ব্যক্তিকে হোটেল থেকে সরিয়ে নেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে। হোটেলটিতে ‘মিস জর্জিয়া’ সুন্দরী প্রতিযোগিতা হওয়ার কথা। আগুন লাগার সময় ২০ প্রতিযোগী ওই হোটেলে থাকলেও তাদের কেউ অগ্নিকান্ডে হতাহত হননি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ