পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এ বছর ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট বিজয়ী হলেন ভারতের মানসী চিল্লার। চীনের সাংহাই শহরে ইংল্যান্ডের স্টেফানি হিল ও মেক্সিকোর আন্দ্রেয়া মিজাকে হারিয়ে ঘোষিত হলো এই ভারতীয় সুন্দরীর নাম। চীনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসর। সেখানেই সেরা সুন্দরীদের হারিয়ে মুকুট জিতলেন হরিয়ানার সুন্দরী মানসী চিল্লার। প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর আন্দ্রেয়া মিজা আর ইংল্যান্ডের স্টেফানি হিল হয়েছেন প্রথম রানার আপ।
গতকাল শনিবার চীনের স্থানীয় সময় সন্ধ্যায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। আড়াই ঘণ্টার অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মেগান ইয়ং, টিম ভিনসেন্ট ও স্টিভ ডগলাস।
প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই সুন্দরী। আজ রোববার তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান জেসিয়া।
বিজয়ী মানসীর জন্ম ভারতের হরিয়ানায়। সেখানকার এক চিকিৎসক দম্পতির এ মেয়ে নিজেও মেডিকেলের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও জড়িত মানসী। চলতি বছর ভারতে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া’র খেতাবও তিনিই জিতেছেন। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।