পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি ট্রলার থেকে সুন্দরী কাঠসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
সম্প্রতি উপজেলার দৈহারী ইউনিয়নের গনকপাড়া খাল থেকে এ সুন্দরীকাঠ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার বেল্লাল ও মান্নান। নেছারবাদ উপজেলার পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটিকেলবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গনকপাড়া খাল থেকে সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার আটক করে। এ সময় ট্রলার থেকে দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান সুন্দরী কাঠগুলো সুন্দরবন থেকে পাচার করে আনা হয়। জব্দকৃত কাঠগুলো ট্রলার থেকে নামিয়ে গণনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।