মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের সংবাদ মাধ্যম ভারতকে সুন্দরী রমণী আখ্যায়িত করে বলেছে, ভারত সবার কাছেই ভালবাসা চায়। ভারত একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রোন ক্রয়সহ বিভিন্ন চুক্তিতে ব্যহমশ, ঠিক একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানান চুক্তি স্বাক্ষর করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার চীন সফরে সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার প্রাক্কালে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস-এ বিশ্বের সঙ্গে এশিয়ার দেশ ভারতের সম্পর্কের বিষয় নিয়ে এসব তথ্য দেয়। খবরে বলা হয় সুন্দরি রমণীর মতই ভারত এখন সব পুরুষের ভালবাসা চায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মত শক্তিধর দেশের ভালবাসাই তাদের কাম্য। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের এমন ভূমিকা নতুন নয়, শীতল যুদ্ধের সময় কোন দেশের পক্ষ না নেয়া দেশটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তারে সক্ষম রাষ্ট্রগুলোর কাছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানের সম্ভবনা তুলে ধরে ওই প্রতিবেদনে চীনকে শক্ত অবস্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।