মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ জিম্বাবুয়ের দীর্ঘদিনের ভগ্ন অর্থনৈতিক অবস্থা সা¤প্রতিক রাজনৈতিক অস্থিরতায় আরো ভেঙে পড়েছে। এ অবস্থা থেকে অর্থনীতিকে উদ্ধার করতে এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়ার জন্য রাজনৈতিক সংকটজর্জরিত জিম্বাবুয়েকে দ্রæত কাজ করতে হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির অর্থনীতির প্রকৃত অবস্থা নিয়ে সংস্থাটির জিম্বাবুয়ে মিশনের প্রধান জিন লিওন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সরকারি ব্যয় ও বিদেশী ঋণের পরিমাণ অনেক বেশি এবং এ মুহূর্তে দেশটির কাঠামোগত সংস্কার প্রয়োজন। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট এমারসন অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি ও দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছেন। একদা সমৃদ্ধ অর্থনীতিটিকে আজকে এ অঞ্চলের ভগ্ন অর্থনীতি হিসেবে দেখা হচ্ছে। লিওন বলেন, জিম্বাবুয়ের অর্থনীতি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এ মুহূর্তে উচ্চ সরকারি ঋণ কমিয়ে আনতে হবে এবং বিশাল অংকের আন্তর্জাতিক খেলাপি ঋণ মোকাবেলায় দেশটিকে পদক্ষেপ নিতে হবে। লিওন বলেন, ঘাটতি কমিয়ে টেকসই পর্যায়ে আনা, কাঠামোগত সংস্কারের গতি বৃদ্ধি এবং অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সমর্থন পেতে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সেনাবাহিনী ও নিজের রাজনৈতিক দল জানু-পিএফের চাপে ৩৭ বছর ধরে জিম্বাবুয়ের শাসনক্ষমতায় থাকা রবার্ট মুগাবে চলতি সপ্তাহে পদত্যাগ করেন। রবার্ট মুগাবের ভূমি সংস্কার ও ব্যাপক পরিমাণ মুদ্রা ছাপানোর মতো নীতিমালাকে জিম্বাবুয়ের অর্থনীতির বিপর্যয়ের জন্য দায়ী করা হয়। মুগাবের শাসনামল থেকে চলে আসা দমনমূলক নীতিগুলো বাতিলের লক্ষ্যে বৃহস্পতিবার দেশটির প্রধান বিরোধী দল একটি গভীর রাজনৈতিক সংস্কারের আহŸান জানিয়েছে। দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের (এমডিসি) উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, দলটি সতর্কতার সঙ্গে আশাবাদী যে, এমনাংগাগোয়ার প্রেসিডেন্সি মুগাবের শাসনামলের মতো অনুকরণমূলক ও অশুভ, দুূর্নীতিপরায়ণ, অধঃপতিত ও অযোগ্য হবে না। এদিকে গতকাল এমনাংগাগোয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে আগামী বছর নির্ধারিত নির্বাচনের আগ পর্যন্ত জানু-পিএফ একাই দেশ শাসন করবে নাকি বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি জোট সরকার গঠন করা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সহস্রাব্দ বদলের সন্ধিক্ষণেও আফ্রিকান দেশটির অর্থনীতিটির আকার যা ছিল, বর্তমানে তা অর্ধেকে এসে দাঁড়িয়েছে। ২০০৯ সালে জিম্বাবুয়ান ডলারের মান এতই কমে যায় যে, এর পর থেকে দেশটিতে নিজস্ব মুদ্রাই বাতিল করা হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।