Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে

কুমিল্লায় আ.লীগের সম্মেলনে হানিফ

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশে বিএনপি-জামায়াত এখন সা¤প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। রামু, নাসিরনগর ও রংপুরের ঘটনায় বিএনপি-জামায়াত চক্রই জড়িত।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক কাজী আবুল বাশারের সভাপতিত্বে ওই সম্মেলনে হানিফ আরও বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দালাল আইনের মাধ্যমে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করেছেন। গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে দেশের মুক্তিযুদ্ধের সকল চিহ্ন মুছে দেন। আজকে জাতিরজনকের ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। কিন্তু ৭৫ পরবর্তী প্রেক্ষাপটে এবং ৭৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের কোথায়ও জিয়াউর রহমান এই ভাষন প্রচার করতে দেননি। তিনি বিএনপি- জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, আওয়ামী লীগকে হুঙ্কার দিয়ে লাভ নেই। জনগণ যতোদিন চাইবে শেখ হাসিনার সরকার ততোদিন ক্ষমতায় থাকবে। জনগণৈর ভোটের অধিকার কখনো আওয়ামী লীগ হরণ করেনি। হরণ করেছে বিএনপি-জামায়াত। দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশ নেয়নি বলে বিএনপিও আসেনি। এই দুইটি দল একই আদর্শের। এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাবল লাইন চালু হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেল সড়কে বুলেট ট্রেন চালুর বিষয়ে সমীক্ষা চালানো হচ্ছে। তিনি বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে উন্নয়নের রুল মডেল হিসেবে দেখছে। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা সদর আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেন, ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর কুমিল্লার উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। কুমিল্লা সদরের সবকটি ইউনিয়ন আজকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন করেছি আমরা। আজকে উপজেলা সম্মেলন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে সামনে এগিয়ে চলার প্রেরণা শক্তি এনে দিয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সদরের এই প্রেরণা শক্তি গোটা কুমিল্লায় আওয়ামী লীগের জয়ের প্রভাব ফেলবে।
সকাল সাড়ে দশটায় সম্মেলনের উদ্বোধন করেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক শামীম। সম্মেলনে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, কাজী মোজাম্মল হক চেয়ারম্যান প্রমুখ। পরে অধ্যাপক আবুল বাশারকে সভাপতি এবং তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ