Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়া-চীনের ১৩ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে এবার উত্তর কোরিয়া ও চীনের ১৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছিল বলে অভিযোগ মার্কিন কর্মকর্তাদের। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের’ তালিকায় ফিরিয়ে আনার পরদিন ট্রেজারি বিভাগ উত্তর কোরিয়া ও চীনা কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা জারি করল। তালিকায় ফিরিয়ে আনার ঘোষণা দেয়ার সময়ই ট্রাম্প এ নিষেধাজ্ঞার আভাস দিয়েছিলেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক উচ্চাভিলাষ নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন যে উত্তর কোরিয়া ও চীনের ব্যবসায়িক লেনদেনে আঘাত হানার কৌশল নিয়েছে, নতুন এ নিষেধাজ্ঞার মাধ্যমে তা স্পষ্ট হল। নতুন এ নিষেধাজ্ঞায় চীনের তিনটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার সঙ্গে যাদের ৭৫ কোটি মার্কিন ডলারের বেশি লেনদেন আছে বলে দাবি ট্রেজারি কর্তৃপক্ষের। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ