বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঙ্গলবার ভোরে বগুড়া শহরতলীর নারুলী পশ্চিমপাড়ার একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ২ ডাকাত । ডাকাতির চেষ্টার সময় বাড়ির মালিক কামরুজ্জামানের পরিবারের সদস্যদের চিৎকার ও বাধাদানের কারণে ডাকাতদলের ২জন ও ডাকাতদলের হামলায় আহত হয়েছে কামরুজ্জামান (৬৫) , তার স্ত্রী রানী (৫০) ও ছেলে সৌখিন ( ১৪)।
পুলিশ ও কামরুজ্জামানের পরিবার সূত্রে জানান হয়েছে , মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কামরুজ্জামানের একতলা বাড়ির ছাদে উঠে সিঁড়ি ঘরের গ্রিল কেটে ৫/৬জনের ডাকাতদল বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরের ঘরগুলোর দরজার সামনে ওঁত পেতে থাকে । বাথরুমের প্রয়োজনে ৭টার দিকে কামরুজ্জামানের স্ত্রী রানী বেগম দরজা খুলতেই ডাকাতরা তাকে হাঁসুয়ার কোপে ধরাশায়ী করে । এসময় রানীর চিৎকারে তার স্বামী কামরুজ্জামান তার ঘরে রাখা এয়ারগানের বাঁট দিয়ে ডাকাতদলের একজনকে আঘাত করে । এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের
অপরাপর সদস্যরা কামরুজ্জামান ও তার ছেলে ৭ম শ্রেণীতে পড়ুয়া সৌখিন (১৪) কে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। ছেলেকে বাঁচাতে এ সময় আহত কামরুজ্জামান ও রানী বেগম মরিয়া হয়ে চিল্লাচিল্লি করে ও ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা চালায় । চিল্লাচিল্লি ও হৈ হুল্লোড় শুনে পাড়া প্রতিবেশীরাও শোরগোল করে কামরুজ্জামানের বাড়ির দিকে এগিয়ে আসলে ডাকাতদল বেকায়দা বুঝতে পেরে কেটে পড়ার সিদ্ধান্ত নিয়ে পাশের করতোয়া নদী পেরিয়ে পালিয়ে যায় । তবে গায়ে রক্তমাখা জামা দেখে শাকিল নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী । এছাড়া গুরুতর আহত কামরুজ্জামান তার স্ত্রী রানী ও ছেলে সৌখিনকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে ডাকাতদলের ফেলে যাওয়া গ্রিলকাটার, হাঁসুয়া, ট্রাভেল ব্যাগ, ও প্যাথেডিন ইনজেকশনের এ্যাম্পুল ও সিরিঞ্জ উদ্ধার করে জব্দ করেছে ।
পরে শহীদ জিয়া মেডিকেলে শাওন ( ২৫) নামে একজন চিকিৎসা নিতে গেলে হাসপাতালে উপস্থিত কামরুজ্জামানের স্বজনরা তাকে ডাকাতদলের সদস্য বলে শনাক্ত করে তাকেও পুলিশে সোপর্দ করে । এই শাওন কামরুজ্জামানের আপন ভাতিজা । পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, শাওন ও তার ভাই কাননকে কিছুদিন আগে তাদের সংশোধনের অযোগ্য অপরাধের কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরিবারচ্যুত করে । মূলত এর জের হিসেবেই শাওনরা নিজেদের অপরাধ সিন্ডিকেটের ডাকাতদলকে ব্যবহার করে একই সাথে ডাকাতির মাধ্যমে অর্থ উপার্জন ও প্রতিশোধ চরিতার্থ করতে চেয়েছিল ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।