Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রিদ ডার্বিতে বার্সার ‘জয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ওয়ান্ডা ম্যাট্রোপলিতনে প্রথম মাদ্রিদ ডার্বি! ঐতিহাসিক-ই বটে। কিন্তু কোন দলই জয় দিয়ে দিনটাকে স্বরণীয় করে রাখতে পারল না। রিয়াল ও অ্যাটলেটিকোর ম্যাচ হলো গোলশূন্য ড্র। আর তাতে লাভ হলো বার্সেলোনার। মাদ্রিদের দুই দলের চেয়ে পরিষ্কার দশ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
শুধু বার্সা নয়, রিয়াল ও অ্যাটলেটিকোর সামনে আছে আরো একটি দলÑ ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে যারা তাদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে। গতকাল রাতে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুয়োগ ছিল চলতি মৌসুমে নতুনরুপে দেখা দেওয়া ভ্যালেন্সিয়ার সামনে। ১২ ম্যাচে সমান ২৪ পয়েন্ট তিন ও চারে থাকা রিয়াল ও অ্যাটলেটিকোর। তার মানে মৌসুমের এক তৃতীয়াংশ সময় না পেরুতেই জিদানের কপালে তৈরী হয়েছে বিশাল ভাজ। সাফল্যের জন্যে এখন তাকে তাঁকিয়ে থাকতে হবে চিরপ্রতিদ্ব›দ্বী বার্সার দিকে। সেটা স্বীকারও করলেন ফিফা বর্ষসেরা এই ফরাসি কোচ, ‘আমাদের ধৈর্যশীল হতে হবে। আমরা সঠিক পথেই আছি। নিশ্চিতভাবেই বার্সা পয়েন্ট হারাবে।’
এই প্রথম জিদানের রিয়াল প্রতিপক্ষের মাঠে (৩৫ ম্যাচ) কোন গোল পেলো না। মৌসুমের তৃতীয় ড্রয়ের স্বাদ নিতে হলো জিদানকেও। গত এক যুগের মাদ্রিদ ডার্বির ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ গোলশূন্য ড্র হলো। হিসাবটা শুধু অ্যাটলেটিকোর মাঠে হলে যেতে হবে আরো পিছনে, ১৯৯৩ সালে।
জিদানের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছেন মূলত ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। গোলের জন্য যে দুজন জিদানের প্রধান ভরসা সেই দুজনের পায়ে গোল নেই টানা আট ম্যাচ! দুজনে মিলে ১৬ ম্যাচে করেছেন মাত্র ২ গোল! যা রিয়ালের হঠাৎ ছন্দপতনের অন্যতম প্রধাণ কারণ। এদিনও তারা গোলের বেশ কয়েকটি সুযোগ হেলায় নষ্ট করেন। তবে এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুযোগ তৈরী করেছিল স্বাগতিকরাই। রক্ষণে ভারানে-মার্সেলোর ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান অ্যাঞ্জেল কোরেয়া। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার গোলরক্ষককে একা পেয়েও শট নেন পোস্টের বাইরে।
ওদিকে ডিয়েগো সিমিওনেরও দুশ্চিন্তা বাড়াচ্ছেন অঁতোয়ান গ্রিজম্যান। ফরাসি স্ট্রাইকারের সাঙ্গেও গোলের সাক্ষাত নেই ৮ ম্যাচ হলো। সমান ছয়টি করে জয় ও ড্রয়ে লিগে এখনো লিগে তারা অপরাজিত বটে কিন্তু পয়েন্ট তালিকা যে বলছে ভিন্ন কথা।
আগের ম্যাচে লেগানেসকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বার্সা। ১২ ম্যাচে ১১তম জয়। কাতালান কোচ আর্নেস্তো ভালভার্দের জন্য স্বস্তির বিষয় হলো, লুইস সুয়ারেজের গোলের দেখা পাওয়া। শুধু দেখাই পাননি, তিন গোলের দুটিই করেছেন উরুগুয়ান স্ট্রাইকার। বাকিটা ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোর। সুয়ারেজ অবশ্য এজন্য উচ্ছ¡াসিত নন; বরং দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি, ‘দলকে সাহায্য করতে পারায় ভালো অনুভব করছি। আমরা ৩ পয়েন্ট পেয়েছি, ব্যাস এটুকুই।’
স্কোরবোর্ড সহজ জয়ের কথা বললেও ম্যাচটা আদতে কিন্তু তেমন ছিল না। ম্যাচ জুড়েই অগোছালো ফুটবল খেলে মেসি-সুয়ারেজরা। ভালভার্দের কথাতেই তা স্পষ্ট, ‘হয়ত ৩-০ স্কোরলাইন একটু বেশি-ই হয়ে গেছে। ছেলেরা যতটুকু অবদান রেখেছে, তাতে জয়ের ব্যবধান এত হওয়া উচিত হয়নি।’ সামনেই চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস পরীক্ষা। এরপর লিগে লড়তে হবে রিয়ালের চেয়েও প্রতিদ্ব›দ্বী হয়ে ওঠা ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এর মধ্যে আবার ভ্যালেন্সিয়া ম্যাচে খেলতে পারবেন না জেরার্ড পিকে। এদিন হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার। সাকুল্য বিবেচনায় জিতেও তাই শিষ্যদের পারফর্ম্যান্সে খুশি নন ভালভার্দে, ‘আমরা ভালো খেলতে পারিনি এবং আমরা জানি আমাদের অনেক উন্নতি করতে হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ