গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গইচ্চা গ্রামের আব্দুস সালামের ছেলে। আলম পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কারওয়ান বাজার মৎস আড়তের কর্মচারী আল আমীন হোসেন জানান, ভোরে ভোলা থেকে ইলিশ মাছ নিয়ে এসে তাদের "মায়ের দোয়া বরিশাল ফিস" নামের আড়তে বিক্রি করে আলম। এরপর টাকার জন্য কারওয়ান বাজার ১নং ডিআইটি রোডের আড়তের অফিসে যাচ্ছিলো সে। সোনারগাঁও হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।