বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বালাগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মনু মিয়া ও জিলন আহমদের বাড়িতে। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে সোনার গয়না ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় ডাকাতরা ১০ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় ১৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশ অভিযান চালিয়ে ২ দুই ডাকাতকে আটক করেছে। সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় দিকে ১০-১২ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে গয়না ও মালামাল লুট করে। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ও স্বজনরা ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিবেশী এনায়েতুর রহমান রাজু ও বাড়ির গৃহকর্তা মনু মিয়ার স্ত্রী। ডাকাতির সংবাদ পেয়ে দেওয়ান বাজার ইউনিয়নের প্রতিবেশী এনায়েতুর রহমান রাজু মিয়া ডাকাতদলকে প্রতিরোধ করতে ছুটে আসলে আক্রান্ত বাড়িতে প্রবেশ করা মাত্রই ডাকাতদল তার উদ্দেশ্যে দু’দফা গুলি ছুঁড়ে। এসময় তিনি পায়ে এবং ঘাড়ে গুলিবিদ্ধ হন। আহত দুজনকে আশংকাজনক অবস্থায় রাত পৌনে ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ডাকাতদলের হামলায় গৃহকর্তা মনজ্জির আলী (৫৫), নাজমা বেগম (৫০), ডলি বেগম (৩৫) আহত হন।
বালাগঞ্জ থানার পুলিশদল এক অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত সন্দেহে সফিক (৩৫) নামে একজনকে ভোর রাত সাড়ে ৪টায় গ্রেফতার করে। সে স্থানীয় শিওরখাল গ্রামের আকরম উল্লাহর ছেলে। সফিকের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ পৃথক অভিযান চালিয়ে আব্দুল লতিফ (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে। আব্দুল লতিফ স্থানীয় সিরাজপুর গ্রামের আব্দুন নূরের পুত্র।
আনোয়ার পুর গ্রামের বাসিন্দা গেদা মিয়া জানান, ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা গুলি করতে থাকে। এতে দুই জনের শরীরে গুলি লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার অনেক পরে পুলিশ এসেছে।
বালাগঞ্জ থানা ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ২ ডাকাতকে আটক করেছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।