মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্পেনের কারাগারে আটক কাতালান নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বার্সেলোনায় বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্বাধীনতাপন্থি কয়েক লাখ আন্দোলনকারী রাস্তায় নেমে এলে বার্সেলোনার অন্যতম প্রধান একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘রাজবন্দিদের মুক্তি দাও’ সেøাগানকে সামনে রেখে স্বাধীনতাপন্থি দুটি তৃণমূল সংগঠনের ডাকে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি থাকা নেতাদের প্রতি সমর্থন জানানো আন্দোলনকারীরা হলুদ ফিতা পরে সমুদ্রসৈকত থেকে শুরু হয়ে বার্সেলোনার প্রতীকে পরিণত হওয়া সাগরাদা ফ্যামিলি চার্চ পর্যন্ত দীর্ঘ মেরিনা এভিনিউতে অবস্থান নেন; এই চার্চেই এদিন কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। বার্সেলোনার পুলিশ বলছে, শনিবারের বিক্ষোভে প্রায় সাড়ে ৭ লাখ লোক অংশ নিয়েছে, যাদের অনেকে কাতালোনিয়ার বাইরে থেকেও এসেছে। বিক্ষোভকারীদের হাতে ছিল কারাবন্দি নেতাদের ছবি ও লাল-হলুদ কাতালান পতাকা। অন্ধকারে নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে কারাবন্দি নেতাদের প্রতি সংহতি জানায় তারা। ওই আলো ব্রাসেলসেও এসে পৌঁছেছে এবং পথকে উজ্জ্বল করেছে, যে পথ আমরা অনুসরণ করে যাবো, বিক্ষোভের সময় টুইটারে সংহতি জানিয়ে লেখেন পুজদেমন। গত মাসের শুরুতে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত এক গণভোট নিয়ে মাদ্রিদের সঙ্গে কাতালুনিয়ার দ্ব›দ্ব শুরু হয়। স্পেনের সরকার ও সাংবিধানিক আদালত ওই গণভোটকে অবৈধ বললেও কাতালান নেতারা ‘গণরায় মেনে স্বাধীনতার ঘোষণা’ দিলে টানাপোড়েন তীব্র হয়। মাদ্রিদ কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে এবং ডিসেম্বরে নতুন নির্বাচনের তারিখ দেয়। গণভোট আয়োজন ও আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দেওয়ায় কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ আনে স্পেন। ওই অভিযোগেই উচ্চ আদালত বরখাস্ত আট কাতালান মন্ত্রীকে জামিন না দিয়ে পুলিশি হেফাজতে পাঠায়। ব্রাসেলসে চলে যাওয়া কাতালান নেতা কার্লেস পুজদেমনসহ পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শনিবারের বিক্ষোভকে আদালতের ওইসব সিদ্ধান্তের প্রতিক্রিয়া এবং স্বাধীনতার আন্দোলন যে এখনো দমে যায়নি তার চিত্র হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। দেখুন কত মানুষ এখানে! স্বাধীনতার আন্দোলন এখনো প্রবল,” বলেন বিক্ষোভে অংশ নেওয়া ৬৩ বছর বয়সী পেপ মোরালেস। চলতি সপ্তাহের শুরুতে এক জনমত জরিপে দেখা গেছে, ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতাপন্থিরা বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন। জরিপে বরখাস্ত হওয়া কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। শনিবার এক বিবৃতিতে ইআরসি বলে, ডিসেম্বরের নির্বাচনে তাদের প্রেসিডেন্ট প্রার্থী বরখাস্ত কাতালান ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জাঙ্কুয়েরেস। তিনি প্রয়োজনে কারাগারের ভেতর থেকেই নির্বাচনে অংশ নেবেন। রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।