মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনের রানী লেতিজিয়া অরতিজ রোকাসোলানো (৪৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার হালকা লক্ষণ থাকায় করোনা টেস্ট করানো হয় এবং ফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ায় তার বুধবারের নির্ধারিত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে সাংবাদিকদের জন্য মর্যাদাকর ‘মারিয়ানো ডি কাভিয়া’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেও পারেন, নাও দিতে পারেন। করোনা আক্রান্ত হওয়ার খবর জানার আগ পর্যন্ত তিনি রাজা ফেলিপে, মেয়ে প্রিন্সেস লিওনর ও ইনফান্তা সোফিয়ার সঙ্গে প্রোগ্রামে ছিলেন। অংশ নিয়েছিলেন সোমবার অনুষ্ঠিত জিরোনা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। রাজ পরিবারের ডাক্তার জানিয়েছেন রানী পরবর্তী সাতদিন আইসোলেশনে থাকবেন। এই সময়ের মধ্যে যেসকল অনুষ্ঠান ও কার্যক্রম তার অংশ নেওয়ার কথা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। বাসা থেকেই তিনি তার নির্ধারিত অফিসিয়াল কাজগুলো সম্পন্ন করবেন। অবশ্য রানী লেতিজিয়াই রাজ পরিবারের প্রথম সদস্য নন যিনি করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছরের শুরুতে রাজা ফেলিপেও করোনা আক্রান্ত হয়েছিলেন। মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজা ফেলিপের মা রানী সোফিয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।