Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাতারের শূরা কাউন্সিলে নারী

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মধ্যপ্রাচ্যের অবগুণ্ঠনঘেরা দেশ কাতারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদে নারীদের নিয়োগ দেয়া হলো। এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শূরা কাউন্সিলে চারজন নারীকে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৪৫ সদস্যবিশিষ্ট গুরুত্বপূর্ণ শূরা কাউন্সিলে চারজন নারীকে আসন দেয়া হয়েছে। কাতারের মন্ত্রিসভা অনুমোদিত খসড়া আইন, সাধারণ সরকারি নীতি ও রাষ্ট্রের খসড়া বাজেট নিয়ে আলোচনা করে থাকে শূরা কাউন্সিল। এক বিবৃতিতে কাতার নিউজ এজেন্সি জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শূরা কাউন্সিলের কয়েকটি সদস্যপদ পুনর্নবায়নের একটি রাজকীয় ডিক্রি জারি করেন। চারজন নারীসহ ২৮ জন নতুন সদস্যকে কাউন্সিলে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত নারীরা হলেনÍ হেসা আল জাবের, আয়শা ইউসুফ আল মান্নাই, হিন্দ আবদুল রহমান আল মুফতাহ ও রিম আল মানসুরি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ