Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে বিমান হামলায় চার জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা চালিয়েছে সউদী যুদ্ধবিমান বহর। পাশাপাশি রাজধানী সানা’র আবাসিক ভবনের ওপরও হামলা করা হয় বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে। এতে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে চালানো এ হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। ইয়েমেনের আল-মাশিরাহ নেটওয়ার্ক স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরো জানিয়েছে, হামলায় ইয়েমেনের প্রতিরক্ষা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলার পরও সউদী জঙ্গিবিমান বহর ইয়েমেনের আকাশে অনেক সময় ধরে টহল দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ১২টি বাড়ি ভেঙে গেছে। এ ঘটনায় এক নারী ও পাঁচ বছরের এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ