মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনে সউদী জোটের সামরিক অভিযানের জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। গত বৃহস্পতিবার আসির প্রদেশের আলাব ক্রসিং পয়েন্টের কাছে সউদী সেনা অবস্থানে এ হামলা চালানো হয়। সেখানে যিলযাল-২ নামের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হুতি মুখপাত্র বলেছেন, আগ্রাসনের জবাবে সউদী আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত সামরিক আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারাও হামলা বন্ধ করবে না। আমরা যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছি তা শুধু আমাদের জনগণকে রক্ষার জন্য। এর আগে গত শনিবার হুতি বিদ্রোহীরা রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান এইচ-২ নিক্ষেপ করে। ২০১৫ সালে সউদী আরব ও তার মিত্র কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। তবে সে ক্ষেপণাস্ত্রটি সউদী আরব মাঝ আকাশে ধ্বংস করার দাবি করেছে। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।