বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুরে শিশু পিয়াসের পর এবার সুপারি পাড়াকে কেন্দ্র করে অপর এক শিশু মো. শাওনকে খুঁটির সঙ্গে রশি দিয়ে হাত বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র শাওনকে নির্যাতনের পর ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) তাকে চোর বলে প্রচার করে প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার চর ফলোয়ান গ্রামে।
রবিবার দুপুরে এঘটনায় পুলিশ ইমরান নামের একজনকে আটক করার করলেও রহস্যজনক কারনে গণমাধ্যমের সামনে তাকে হাজির করা হয়নি। নির্যাতনের শিকার শাওন স্থানীয় চর ফলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র (পিএসসি পরীক্ষার্থী) ও একই এলাকার মৃত মনছুর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, স্থানীয় চর ফলোয়ান গ্রামের মনছুর মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। নুর মোহাম্মদ নির্যাতিত শিশুটির ফুফা হন। নুর মোহাম্মদের কাছ থেকে বাগান ইজারা নেয় স্থানীয় প্রভাবশালী ইমরান। শনিবার সকালে বিরোধীয় ওই সম্পত্তি থেকে সুপারি পাড়ে শিশু শাওন। এর জের ধরে শিশু শাওনকে আটক করে ইজারাদার ইমরান। একপর্যায়ে স্কুলের পাশে খুঁটির সঙ্গে রশি দিয়ে তার হাত বেঁধে কাঁধে সুপারির ছড়া ঝুলিয়ে নির্যাতন করে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
চর ফলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, পঞ্চম শ্রেণির ছাত্র ও পিএসসি পরীক্ষার্থী শাওনকে বিদ্যালয়ে অনুপস্থিত দেখে কারণ জানতে চাইলে অপর এক শিক্ষক কিছুক্ষণ পর খবর দেন তাকে বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে বেঁধে রাখা হয়েছে। এসময় ঘটনাস্থলে গিয়ে তাকে তিনি উদ্ধার করেন বলে জানান। প্রধান শিক্ষক এ ঘটনার বিচার দাবি করেন। শিশু শাওনের সহপাঠীরা এবং স্থানীয় এলাকাবাসীও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এদিকে নির্যাতনের শিকার হওয়া শিশু শাওনের বাড়ীতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। প্রভাবশালীদের চাপের মুখে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে রায়পুর থানায় গিয়ে ওসি একেএম আজিজুর রহমান মিয়াকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ইমরান নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। কর্তব্যরত পুলিশ এসআই এরশাদসহ ও অন্য সদস্যরা আটককৃতের ছবি দিতে অপারগতা প্রকাশ করে জানান শিশুর পরিবার মামলা করতে রাজি নন, তাই ইমরানকে ৫৪ ধারায় চালান দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় একই উপজেলার বামনী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪বছরের শিশু পিয়াসকে বস্তায় ভরে নির্যাতন করা হয়। এ ঘটনায় থানায় মামলা ও রিপাত নামের এক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।