Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপির বিক্ষোভ সমাবেশ

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, ফরিদপুর জেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কোথাও পুলিশ বাধায় সমাবেশ পÐ এবং আটকের খবর পাওয়া গেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) নগরীর কাজির দেউড়ী নাসিমভবনস্থ দলীয় কার্যালয়ে নগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়াকে ভয় দেখিয়ে জনগণ থেকে দূরে সরিয়ে রাখা যাবেনা। তিনি যেদিকে যান সেদিকে জনতার ঢল নামে। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে সুপরিকল্পিতভাবে খালেদা জিয়ার গাড়ি বহরে একের পর এক হামলা চালিয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনজোয়ার দেখে সরকার আতঙ্কে ভুগছে। নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হাজী মোহাম্মদ আলী, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, সৈয়দ আহমদ, কমিশনার মাহবুব আলম, ইকবাল চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সরওয়ার, এসএম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক গাজী বেলাল উদ্দিন, প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় আবারো পÐ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে নগরীর ভূবন মোহন পার্ক সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বি.এন.পির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বি.এন.পির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বি.এন.পির সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন বি.এন.পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুন্নাহার কাজী হেনা, মোঃ সাইদুর রহমান পিন্টু, মোঃ আসলাম সরকার, শওকত আলী, মোঃ আনসার আলী, মোঃ মনিরুজ্জামান শরীফ, জুবায়ের আহমেদ বাবু, মুরাদ পারভেজ পিন্টু। মোঃ শফিকুল আলম সমাপ্ত, মোঃ মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সভাপতি মোঃ আবুল কালাম আজদ সুইট।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে ফেনীতে বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যেগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, জেলা বিএনপির সহ-সভাপতি, আব্দুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল প্রমূখ ।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক আক্রামুজ্জামান রাহাত, আতাহার আলী আতা, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম শিপন প্রমুখ এর নেতৃত্বে এ মিছলটি জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলীর বাস ভবন থেকে বের হয়ে থানা মোড়ে আসলে পুলিশের বাধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, পুলিশী বাধার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বের করার সাথে সাথে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি সালেহ মো. শাফী ইথেন প্রমুখ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরের পাশে ২ টি বাসে পেট্রোলবোমা দিয়ে আগুন দেয়াসহ হত্যাচেষ্টা এবং সফরকে বাঁধাগ্রস্ত করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে জাহাজমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা,আমজাদ হোসেন, জহুরুল আলম ,সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, কৃষকদল আহবায়ক রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সম্পাদক নাদিম আহমেদসহ জেলা বিএনপির নেতারা।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার গাড়ী বহরের হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরের বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়া অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় শহরের নীলটুলির সুপার মার্কেল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুজিব সড়কদিয়ে জনতা ব্যাংক মোড়ে দিকে আগ্রসর হলে বাটা বাজারের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় বিএনপির নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ পারভেজ, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মোদারেরছ আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক য়ৈসদ জুলফিকার হোসেন জুয়েলে, যুবদলের সভাপতি আবজাল হোসেন খান পলাশ প্রমুখ। পুলিশের অতর্কিত হামলায় গুরুতর আহত হন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি এ্যাড. জসীম উদ্দিন মৃধাসহ ১৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ