Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিনের বিয়েতে মাশরাফি-তামিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 আয়োজন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও দেশে তার পরিবারে ছিল ব্যস্ততা। মঙ্গলবার সকালে ফিরেছেন দেশে, রাতেই সেরে ফেলা হলো আনুষ্ঠানিকতা। বিয়ে করলেন বাংলাদেশ দলের তরুণ এই পেসার। বিপিএল শুরুর আগে সময় খুব বেশি নেই। দলের অনুশীলনে যোগ দিতে হবে। তাই দেশে ফেরার দিনটিকেই বেছে নেওয়া হয় বিয়ের দিন হিসেবে।
দীর্ঘদিন থেকেই সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে চলছিল মন দেওয়া নেওয়া। দুজনেই পড়তেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)তে। বছরখানেক আগে দুই পরিবারের সম্মতিতে আংটি বদলও হয় তাদের। এবার সীমিত সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বিয়েও সম্পন্ন করা হয়েছে। তাসকিন নিজের বিয়ের খবরটি কাউকে জানাননি, কেবল জাতীয় দলের সতীর্থদের দিয়েছিলেন দাওয়াত। বিপিএল খেলতে এরমধ্যে সিলেট চলে যাওয়ায় জাতীয় দলের বেশিরভাগই তার বিয়েতে উপস্থিত হতে পারেননি। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা পরিবার নিয়ে তাসকিনের বিয়েতে গিয়েছিলেন। ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তাসকিনের বাবা এমএ রশিদ দৈনিক ইনকিলাবের মাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। জানিয়েছেন, এবার শুধু কাছের মানুষদের দিয়ে ছোট আয়োজন হলো। সময়-সুযোগ বুঝে বড় আয়োজন হবে পরে।
২০১৪ সালের অভিষেকের পর ২২ বছর বয়সী এই পেসার দেশের হয়ে খেলেছেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়ে পান তারকাখ্যাতি।



 

Show all comments
  • ফিরোজ খান ২ নভেম্বর, ২০১৭, ৩:৫৬ এএম says : 3
    তাসকিনের নতুন জীবনের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ