মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের প্রযুক্তি বিস্ময়ের তালিকায় এবার যোগ হলো আরেকটি নাম- স্মার্টট্রেন। লাইন ছাড়াই চলছে এটি। বলা হচ্ছে, এটিই বিশ্বের প্রথম স্মার্টট্রেন। ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে বুলেট ট্রেন ছুটিয়ে এর আগেই ট্রেনশিল্পে চমৎকারিত্ব দেখিয়েছে প্রাচ্যের সর্ববৃহৎ দেশ চীন। যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারকেই হাতিয়ার করেছে তারা। স্মার্টট্রেনের কাজ শেষ হয় জুন মাসে। কিন্তু গত সপ্তাহে হুনান প্রদেশের জুজৌ শহরের ব্যস্ততম সড়কে প্রথম পরীক্ষামূলক যাত্রা করানো হয় সেটির। লাইন বা রেলট্রাক ছাড়া সফলভাবে গন্তব্যে পৌঁছাতে পেরেছে ট্রেনটি। এটি মূলত শহুরে সড়কে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। স্মার্টট্রেন চলাচলের এই ব্যবস্থাকে বলা হচ্ছে অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট। ট্রেনটিতে তিনটি কামরা রয়েছে। একসঙ্গে ৩০০ যাত্রী বহন করতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। চীনের পিপলস ডেইলির তথ্যানুসারে, এটি ব্যাটারি-চালিত একটি ট্রেন। মাত্র ১০ মিনিটের চার্জে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এ ছাড়া এটি এমনভাবে বানানো হয়েছে, যাতে শহরের ট্রাফিক ব্যবহার করে চলাচল করতে পারে। চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে, আধুনিক ট্রাম ও বাসের সমন্বিত ধারণা কাজে লাগিয়ে সংকরজাতের এই ট্রেন তৈরি করা হয়েছে। এটি শহরের রাস্তায় ভার্চুয়াল ট্রাক বা লাইনের ওপর দিয়ে চলে, যা সাদা দাগ এঁকে নির্দেশ করে দেওয়া হয়েছে। স্মার্টট্রেনের প্রধান প্রকৌশলী ডেইলি মেইলকে বলেছেন, শহর-নগরের রাস্তায় লাইনের ওপর দিয়ে চলাচলের উপযোগী একটি সম্পূর্ণ ট্রেন বা ট্রাম তৈরির চেয়ে অনেক কম ব্যয়ে স্মার্টট্রেন বানানো যায়। বিদ্যুৎশক্তিচালিত চীনের উদ্ভাবিত প্রথম স্মার্টট্রেনটি এখন নিয়মিত যাত্রী পরিবহন করছে। ডেইলি, নিউজ এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।