Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন পুলিশ ধর্ষণ করলো হাতকড়া পরা যুবতীকে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 হাতকড়া পরা ১৮ বছর বয়সী এক যুবতী। তাকে তোলা হয়েছে পুলিশ ভ্যানে। এর পিছনের অংশে বসানো হয়েছে তাকে। সেই অংশে উঠে যায় নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দুই গোয়েন্দা কর্মকর্তা এডি মার্টিন (৩৭) ও রিচার্ড হল (৩৩)। তাদের কুনজর পড়ে ওই যুবতীর দিকে। রক্ষক হয়ে তারা ভক্ষকে পরিণত হয়। হাতকড়া পরা ওই যুবতীকে দু’জনে পালাক্রমে ধর্ষণ করে। গত মাসে এ ঘটনা ঘটে নিউ ইয়র্কের কোনি দ্বীপে। কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি অফিস থেকে বলা হয়েছে এসব কথা। অভিযুক্ত দুই ধর্ষক ব্রুকলিন সাউথ নারকোটিকস ইউনিটে দায়িত্বরত ছিল। তাদের বিরুদ্ধে গত সোমবার মোট ৫০টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে রয়েছে সরাসরি ধর্ষণ, যৌন হয়রানি, অপহরণসহ অনেক বিষয়। তবে অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছে। আদালত দুই লাখ ৫০ হাজার ডলারের জামিনে মুক্তি দিয়েছে মার্টিনকে। রিচার্ড হলকে জামিন দিয়েছে দেড় লাখ ডলারে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতি জনকে ২৫ বছর করে কারাদন্ড দেয়া হতে পারে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বলছে, বর্তমানে বেতনহীন অবস্থায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ