Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিককে হত্যা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ৩:১৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চালাকচর মানিকপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাগর মিয়ার বাড়ি ফেনী জেলায়। এ ঘটনার পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর সকালে উপজেলার গোপালদী মনপুর সড়কে পিচ বসানোর কাজ করছিলেন। এসময় সহযোগীদের সাথে বাগবিতণ্ডার জেরে পিচের ডাম কাটার ছুরি দিয়ে তাকে এক সহযোগী এলোপাথাড়ি আঘাত করে। এতে সাথে সাথেই সাগর মাটিতে লুটিয়ে পড়ে।
পরে আশপাশের শ্রমিকরা আহতাবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেন জানান, সাগর হাসপাতালে আনার আগেই সাগর মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ