Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় বোকোদের হামলায় ৮ সৈন্য নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় আট সৈন্য ও এক বেসামরিক নিহত হয়েছেন। গত বুধবার ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন ইয়োবে রাজ্যের পুলিশ কমিশনার আব্দুলমালিক সুমনু। ইয়োবেতে হামলাটি চালানো হয়। এতে আরো পাঁচ বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো নিয়ে একটি ইসলামি রাষ্ট্র প্রতিার জন্য ২০০৯ সাল থেকে বিদ্রোহ শুরু করে জঙ্গিগোী বোকো হারাম। সাধারণভাবে বোকা হারাম-এর অর্থ পশ্চিমা শিক্ষা পাপাচার। জঙ্গিগোীটির বিভিন্ন হামলায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ২৭ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। স¤প্রতি নাইজেরিয়া ও প্রতিবেশী দেশগুলোর যৌথ সামরিক অভিযানের মুখে জঙ্গিগোীটি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ