Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

আরব জাহানের নিরাপত্তার জন্য হুমকি উপসাগরীয় সঙ্কট : কুয়েতের আমির

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কাতারবিরোধী অবরোধ চূড়ান্ত বিচারে সমগ্র আরব জাহানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ। কুয়েতের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে প্রদত্ত ভাষণে তিনি এমন আশঙ্কার কথা জানান। কুয়েতের আমির বলেন, সউদী জোটের কাতারবিরোধী অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট উপসাগরীয় সঙ্কট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। এ সঙ্ঘাত আরবদের শেষ দুর্গের পতন ঘটাবে। এ অঞ্চলকে পতনের হাত থেকে বাঁচাতে আমরা উদ্যোগ নিচ্ছি। এদিকে পাঁচ মাস পার হলেও সউদী জোটের কাতারবিরোধী অবরোধের কোনও সমাধান না হওয়ায় আবারও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই উদ্বেগের কথা জানান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ