নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে সমীহ জাগানোর দল বাংলাদেশ। ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে সিরিজ জয় তারই জানান দেয়। দেশের বাইরেও এই ফরমেটে টাইগারদের কাছে আশাট বেশিই ছিল। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও হতাশ করেছে দলটি। কোন প্রকার প্রতিদ্ব›িদ্বতা ছাড়াই হয়েছে হোয়াইটওয়াশ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ তাই স্তম্ভিত করে দিয়েছে পুরো দল ও দেশকে। দল হেরেছে ২০০ রানে। টেস্টের পর ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। এর ঘণ্টা তিনেকের মধ্যেই বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও নাসির হোসেনকে পাওয়া গেছে ইস্ট লন্ডনের ক্যাসিনোতে। শুধু তাই নয় রাত ১০টার মধ্যে হোটেলে থাকার যে নিয়ম থাকলেও সেটি মানেন না। আর পুরো ব্যাপারটিই ঘটে ম্যানেজার মিনহাজুল আবেদীনের অগোচরে। এ নিয়ে ম্যানেজার মিনহাজুল সাংবাদিকদের জানান, ‘আমি তো ওদের জিজ্ঞেস করে জানলাম ওখানে এই মলে ডিনার করতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গে আড্ডা মেরেছে।’
তারা রাত ১০টার মধ্যে হোটেলে ফিরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘আমাকে তো বলেছে, ওরা ১০টার মধ্যেই ফিরেছে।’ তবে ওই ত্রয়ীর কথা যে পুরোপুরি বিশ্বাস করেননি, সেটিও বোঝা যায় তার পরের কথায়। তিনি বলেন, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। বøুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।’
এর আগে ২০১৫ বিশ্বকাপে একই অপরাধ প্রমাণীথ হওয়ায় এখনও দলে নিয়মিত হতে পারেন নি আরেক পেসার আল-আমিন হোসেন। গত বিপিএলে সাব্বির রহমানের বিরুদ্ধেও এরকম অভিযোগ উঠলে জরিমানা গুনতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হতাশা প্রকাশ করে এই সময়টিকে দেশের ক্রিকেটের জন্য অশনি সঙ্কেত হিসেবে আখ্যা দিয়েছিলেন। এবার মাশরাফির কথাকে সত্য প্রমাণ করার জন্যই যেন উঠে পড়ে লাগলেন নাসির, তাসকিনরা। সূত্র : স্টার অনলাইন, জাগোনিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।