গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, রোববার রাতে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে থাকার সময় শারীরিক অবস্থার অবনতি হয় সম্রাটের। সোমবার রাতে বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউয়ের একজন চিকিৎসক জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সম্রাট দীর্ঘ দিন ধরে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে সোমবার সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিসিইউতে তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণে কাজ করছেন চিকিৎসকরা।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানিয়েছেন, সম্রাট দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার কী অবস্থা এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমরা কিছু জানি না।
২০১৯ সালে বাংলাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গ্রেফতার হন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।