Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুদ্রা ও আর্থিক ব্যবস্থায় আরো সংস্কারের অঙ্গীকার চীনের

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশটিকে আধুনিক সমাজতান্ত্রিক দেশে রূপান্তর করতে চায়। গতকাল বুধবার পার্টির ১৯তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং। তিনি বলেন, এ লক্ষ্যে তারা নতুন যুগের সূচনা করবেন, যেটি হবে গৌরবদীপ্তভাবে চৈনিক, যেটি থাকবে ক্ষমতাসীন দলের শক্ত শাসনে তবে একই সঙ্গে গোটা বিশ্বের জন্যও উন্মুক্ত। অর্থনৈতিক ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের বেলায় চীন তার বাজারকে আরো বেশি সহজ ও উন্মুক্ত করবে বলে জানান শি। একই সঙ্গে সেবা খাত এবং বাজারসংশ্লিষ্ট বিনিময় হার ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করা হবে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিানগুলোকে আরো শক্তিশালী করা হবে বলে জানান শি। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী দীর্ঘ এক ভাষণে শি ক্রমবর্ধমানভাবে প্রবৃদ্ধি অর্জন করতে থাকা চীনকে বিশ্বদরবারে আরো শক্তিশালী করার ব্যাপারে দৃঢ় আশাবাদ পোষণ করেন। তিনি দুর্নীতিকে পুরোপুরি নির্মূল করার ব্যাপারে জোর দেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন, রাজনৈতিক সংস্কারের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। শি বলেন, একটি দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনের সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে, যাকে তিনি তার দেশের উন্নয়নের এক নতুন ঐতিহাসিক দিকনির্দেশনা হিসেবে আখ্যা দেন। তার সুদীর্ঘ ভাষণে তিনি মোট ৩৬ বার নতুন যুগ কথাটা উল্লেখ করেন। পাঁচ বছর পর পর হওয়া এ সম্মেলনে মূলত রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে পার্টির নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। শক্তিশালী এ কমিটি আগামী পাঁচ বছর চীনের ১৪০ কোটি মানুষকে শাসন করবে। আশা করা হচ্ছে, এ সম্মেলনের মাধ্যমে কমিটিতে শির বিশ্বস্ত লোকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ফলে স্ট্রংম্যান নামে পরিচিত এ নেতা তার নেতৃত্বকে আরো বেশি সুদৃঢ় করবেন। প্রচÐ বৃষ্টি ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেইজিংয়ের বিখ্যাত গ্রেট হল অব দ্যা পিপলে দুই হাজারের বেশি প্রতিনিধিকে স্বাগত জানান শি। এসব প্রতিনিধির মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ৯১ বছর বয়স্ক জিয়াং জেমিন। তবে প্রত্যাশিতভাবে এ ভাষণে প্রচুর পরিমাণে আশার কথা থাকলেও নির্দিষ্ট কার্যকলাপের বিবরণ কম ছিল। যারা বাজারসংশ্লিষ্ট বিষয়ে আরো বেশি সংস্কার আশা করেছিলেন, তারা অবশ্য শির প্রথম মেয়াদে আশাহত হয়েছেন। ২০৪৯ সালে পিপলস রিপাবলিক অব চায়নার শতবর্ষ পূর্তি হবে। শি জানান, সে সময় নাগাদ দেশটি একটি সমৃদ্ধ, শক্তিশালী, সাংস্কৃতিকভাবে উন্নত এবং স¤প্রীতিময় রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে চীন বিশ্বের অন্যতম উদ্ভাবনী রাষ্ট্র হবে, যার গ্রামীণ ও শহুরে জনগণের আয়ের বৈষম্য ব্যাপক আকারে হ্রাস পাবে এবং পরিবেশবিষয়ক বিপর্যয়গুলোকে নির্মূল করা হবে। তিনি জানান, বৈশ্বিক পরিবেশ ও জলবায়ুর হুমকি মোকাবেলায় চীন সর্বোচ্চভাবে যুক্ত থাকবে। তিনি এও জানান, কোনো দেশের পক্ষেই এ সময়ে বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই। স¤প্রতি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন বলে ধারণা করা হচ্ছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানের ব্যাপারে তিনি বলেন, দ্বীপটিকে তারা কখনই চীনের মূল ভূমি থেকে আলাদা হতে দেবেন না এবং এ শতকের মাঝামাঝি দেশটির সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলবেন। অবশ্য উত্তর কোরিয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি শি। সম্মেলনের আগে কমিউনিস্ট দেশটি থেকে একটি শুভেচ্ছাবাণী পাঠানো হয়। তবে স¤প্রতি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দেশটির ওপর বিরক্তি প্রকাশ করেছিল চীন। গত বুধবার দিন শেষে চাঙ্গা চীনা শেয়ারবাজার : কমিউনিস্ট পার্টির সম্মেলনের উদ্বোধনী দিনে চীনের শেয়ারবাজার চাঙ্গা অবস্থায় শেষ হয়েছে। দিন শেষে সাংহাই কম্পোজিট ইনডেক্স দশমিক ২৯ শতাংশ বেড়ে ৩৩৮১ দশমিক ৭৯ পয়েন্টে পৌঁছেছে। শেনজেন কম্পোনেন্ট ইনডেক্স দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ১১ হাজার ২৮২ দশমিক ৭৫ পয়েন্টে শেষ হয়েছে। পূর্ববর্তী দিনের ৩৮৯ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান থেকে বেড়ে এদিন দুই স্টক এক্সচেঞ্জের সার্বিক টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২ দশমিক ১ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬৬ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার)। বাড়ি ক্রয় ও ভাড়া দেয়ার ব্যাপারে কমিউনিস্ট পার্টির সম্মেলনে উত্সাহ দেয়ার অঙ্গীকার করার পর এদিন আবাসন-ভাড়া সেবা খাতে মূল্যবৃদ্ধি হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ