Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি









আমার যৎসামান্য গয়না বা কিছু সঞ্চয় আছে, যার যাকাত পরিপূর্ণ হিসাব করে বের করি। আর সেই অর্থ আমি আমার পার্সোনাল বিকাশ একাউন্টে জমা করি, যেখান থেকে আমি কোথাও কোথাও পাঠাবো বলে। কিন্তু দূর্ভাগ্যবশত ঘন্টা খানেকের মধ্যেই সে টাকা প্রতারক চক্রের খপ্পরে পড়ে সমস্তটায় হারিয়ে ফেলি, অনেক চেষ্টা করেও তা উদ্ধার করতে ব্যর্থ হই। এমতাবস্থায় আমি কি করবো? আমার এতটুকু সামর্থ্য নেই যে আবারও সেই টাকা পূরন করবো।

উত্তর : আপনার ওপর এই যাকাত রয়ে গেছে। সারা বছরে ধীরে ধীরে হলেও দান করে দিবেন। কেননা, যাকাত হকদারের হাতে না পৌঁছা পর্যন্ত এর দায় থেকেই যায়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী...




আমার হাসব্যান্ড সব সময় প্রতিজ্ঞা করে, এমন কি কোরান ছুয়ে, যে সে আর কারো সাথে কোন সম্পর্কে জড়াবে না। কিন্তু কিছুদিন পরে আবার সেটা ভেঙে ফেলে। আমি তার বিরুদ্ধে যে প্রমান পেয়েছি তা হল তাদের চিঠি, চ্যাট, ইমেইল, ছবি। আর আমাকে বলে এটা ভুলে যেতে তাকে মাফ করে দিতে। সে বলে এটা তার পাপ সে সাজা পাবে আল্লাহর কাছে। আমি সব ভুলে মাফ করে সংসার করে যাচ্ছি এখন আর পারছি না। বারবার ধরা পরে প্রমাণসহ। সে অনেক বাইরের দেশে যায় কাজের কারণে, তাই আমার জানা সম্ভব না তারা ওখানে কি করছে। আমি অনেক অশান্তিতে আছি? আমার কি করা উচিত?

উত্তর : আপনি ধৈর্যসহকারে আপনার সংসারে থাকুন। স্বামীর ব্যাপারে সন্দেহ কিংবা অনুসন্ধান করবেন না। প্রমাণ বা আলামত পেলেও এসবে মনোযোগ দিবেন না। সবকিছু দেখেও না দেখার মতো নিজেকে সামাল দিয়ে রাখুন। দোয়া করুন। সময়ে এসব ঝামেলা শেষ হয়ে যাবে। এছাড়া...

আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন একটি মাঠ ছিল, সেই মাঠে আমরা ঈদের নামাজ পড়তাম। কিন্তুুু মসজিদ বড় করার কারণে মাঠের জায়গা অনেকটা ছোট হয়ে গেছে। আমরা মাঠের জায়গা ক্রয় করতে চেয়েছিলাম কিন্তু সেভাবে জায়গা পাওয়া যাচ্ছে না। তাই আমরা এখন একটু বিপাকে পড়েছি। এলাকার লোকজনের কথা হলো তারা মসজিদে ঈদের নামাজ পড়বে। আশেপাশের এলাকায় ঈদগাহ আছে। তরপরও নিজ এলাকায় ঈদের আমেজ ভিন্ন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে জানতে চাই, এ অবস্থায় ঈদের জামাত আমাদের মসজিদে আদায়ের ব্যাপারে শরীয়াহ কি বলে?

উত্তর : ঈদের নামাজ মসজিদেও সহীহ হয়। তাছাড়া মসজিদ সংলগ্ন মাঠের অংশবিশেষ এখনো আছে। ঈদের নামাজ মাঠে গিয়ে পড়া আলাদা একটি সুন্নাত। তবে, বর্তমানে মাঠের পরিমাণ কমে যাওয়ায় এবং সব জায়গায় মসজিদ অধিক উপযোগী সুবিধাজনক হওয়ায় মসজিদেও বিনা দ্বিধায় ঈদের...


আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ