নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
একেই বলে এক ঢিলে দুই শিকার। এখানে বাংলাদেশ শিকারী, শ্রীলঙ্কা শিকার। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়। আইসিসি ওয়ানডে সুপার লিগে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে এক ধাক্কায় পিছনে ফেলে সবার উপরে লাল-সবুজের পতাকা মেলে ধরলেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। বাংলাদেশের পয়েন্ট এখন ৫০। টপকে যাওয়া তিনটি দলেরই পয়েন্ট ৪০।
শ্রীলঙ্কার বিপক্ষে নবম দ্বিপাক্ষিক সিরিজে এসে এ অর্জন টাইগারদের। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র। এটাই ছিল লঙ্কানদের বিপক্ষে এতোদিন পর্যন্ত সবচেয়ে বড় সফলতা। দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ২৮টি আসরে মুখোমুখি হয়ে লঙ্কানদের কখনও একাধিকবার হারাতে পারেনি বাংলাদেশ। এবার হাতছানি ছিল সেসব অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার। তা ঠিকঠাক মতোই কাজে লাগিয়েছে কোচ রাসেল ডমিঙ্গোর দল। সেই সাথে ২০১৫ বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে হওয়া ১১ দ্বিপাক্ষিক সিরিজের ১০টিতেই জিতলো বাংলাদেশ! যার মধ্যে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ও। একামাত্র হারটি ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম। ৪৮.১ ওভারে ২৪৬ রানে অলআউট হয় টিম টাইগার্স। জবাব দিতে নেমে মিরাজ-মুস্তাফিজ-সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি লঙ্কানরা। উল্টো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচে প্রায় নিয়ম করেই হানা দিয়েছে বৃষ্টি। তিন পরস্ত ঐ বেরসিক অনাহুত অতিথির বাগড়ায় ম্যাচের হিসেব যায় ডার্ক-লুইস পদ্ধতির হিসেবে। তাতে জয়ের জন্য ৪০ ওভারে শ্রীলঙ্কাকে বেধে দেয়া হয় ২৪৫ রানের লক্ষ্য। তাতে ৯ উইকেটে ১৪১ রানে থামলে সফরকারিরা ম্যাচ হারে ১০৩ রানে।
প্রায় প্রথম ওয়ানডের মতোই বাংলাদেশের ইনিংস। ব্যাটিংয়ে গতকালও দলের আশা-ভরসার প্রতীক ছিলেন মুশফিক। তার ১২৫ রানে ভর করে ২৪৬ রান তোলে বাংলাদেশ। ৮ম সেঞ্চুরি করার দিনে তার ইনিংসে ছিল ১০টি চারের মার। স্টাইলিস্ট এই ব্যাটসম্যানকে কেউই সঙ্গ দিতে পারেনিনি ঠিকমতো। ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহর জুটি। পঞ্চম উইকেটে এ দুজন মিলে তুলেছেন ১০৮ বলে ৮৭ রান। তবে মাহমুদউল্লাহ (৪১) উচ্চাবিলাসী হয়ে লাকসান সান্দাকানকে প্যাডেল সুইপ না করতে গেলে হয়তো আরও বড় হতো জুটিটা। রান বাড়ত বাংলাদেশেরও। তামিম ১৩, লিটন ২৫, সাকিব ০। গোটা দলকে মুশফিক একাই টেনে নিয়ে গেলেন উপরে। আরও একবার ব্যাট হাতে হতাশ করেছেন বাংলাদেশের তরুণরা। মোসাদ্দেক ১০, আফিফ ১০, মিরাজ ০, সাইফউদ্দিন (১১) কেউই বড় স্কোর গড়তে পারেননি। লঙ্কান বোলারদের মধ্যে চামিরা ও সান্দাকান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। এছাড়া উদানা ২টি ও হাসারাঙ্গা নেন ১টি উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান গুনাথিলিকা ২৪ ও নিশাঙ্কার ২০ ছাড়া আর কেউ তুলতে পারেননি বিশের উপর রান। এতে সহজেই বড় জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। মিরাজ ও মুস্তাফিজ নেন ৩টি করে উইকেট। সাকিবের শিকার দুটি। ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করে শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে সাকিবের উইকেটসংখ্যা দাঁড়ায় ১২২। ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ উইকেটশিকারি ওয়াসিম আকরামের পাশে বসলেন তিনি। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। শেরেবাংলায় নিজের ৮৪তম ওয়ানডেতে তার সেই কীর্তি ছুঁলেন সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির সঙ্গে এখন সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন মাশরাফি। সাকিব নিজের ২১১তম ম্যাচে ২৬৯ উইকেট নিলেন। এছাড়া অভিষেকেই উইকেটের দেখা পেয়েছেন শরিফুল। অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নায়ক মুশফিক।
একই ভেন্যুতে আগামী বৃহস্পতিবার হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। প্রথম ম্যাচে ৩৩ রানে জয়ের ঐদিন হাতছানি থাকবে হোয়াইটওয়াশেরও!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৮.১ ওভারে ২৪৬ (তামিম ১৩, লিটন ২৫, সাকিব ০, মুশফিক ১২৫, মোসাদ্দেক ১০, মাহমুদউল্লাহ ৪১, আফিফ ১০, মিরাজ ০, সাইফ ১১, শরিফুল ০, মুস্তাফিজ ০*; উদানা ২/৪৯, চামিরা ৩/৪৪, হাসারাঙ্গা ১/৩৩, শানাকা ০/৩৮, সান্দাকান ৩/৫৪, ধনাঞ্জয়া ০/২৩)।
শ্রীলঙ্কা : ৪০ ওভারে ১৪১/৯ (লক্ষ্য ২৪৭) (গুনাথিলকা ২৪, পেরেরা ১৪, নিশাঙ্কা ২০, মেন্ডিস ১৫, ধনাঞ্জয়া ১০, বান্দারা ১৫, শানাকা ১১, হাসারাঙ্গা ৬, উদানা ১৮*, সান্দাকান ৪, চামিরা ৪*; মিরাজ ৩/২৮, শরিফুল ১/৩০, তাসকিন ০/২৭, মুস্তাফিজ ৩/১৬, সাকিব ২/৩৮, মোসাদ্দেক ০/২)।
ফল : বাংলাদেশ ১০৩ রানে জয়ী (ডি/এল)।
ম্যাচসেরা : মুশফিকুর রহিম।
সিরিজ : ৩ ম্যাচে বাংলাদেশ ২-০ তে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।