ঐতিহ্য সংগ্রহশালা চাই
সুনামগঞ্জ জেলার পূর্ব-পশ্চিমে কংস নদীর তীরে গড়ে ওঠা এক ছোট্ট উপজেলা শহর ধর্মপাশা। খাল-বিল-ঝিল-হাওর বিধৌত এই অঞ্চলে বাউল, সাধক, কবি, সাহিত্যিক, অসংখ্য গুণীজন জন্ম নিয়েছেন। কালের ইতিহাস হয়ে যদিও এই হাওরাঞ্চলকে শিল্প-সাহিত্যের মাতৃস্থান বলে আখ্যায়িত করা হয়। এখানে আলো, বাতাস, জল, মাটি ও প্রকৃতিই হচ্ছে শিল্পের উপকরণ। প্রতিটা উপকরণে গান, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ কালজয়ী হয়ে আছে জাতীয় পাঠ্যপুস্তক থেকে সর্বজন মুখে মুখে। কিন্তু এই সৃষ্টিকর্মকে তুলে ধরে শিল্প-সাহিত্য চর্চা কেন্দ্র ও ঐতিহ্য সংগ্রহশালা আজও ধর্মপাশার বুকে গড়ে ওঠেনি।...