নীতিমালা মানছে না কেউ : ইংরেজি নামের সিনেমা মুক্তি অব্যাহত
স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে বাংলাদেশের সিনেমার নাম ইংরেজিতে না করার জন্য প্রায় দেড় বছর আগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়। তবে নির্দেশনা জারি করার পরও ইংরেজি নামে গত বছর বেশ কিছু সিনেমা মুক্তি পায়। এগুলোর মধ্যে রয়েছে বিগ ব্রাদার, জিরো ডিগ্রী, কার্তুজ, ওয়ার্নিং, ইউটার্ন, লাভ ম্যারেজ, ব্ল্যাক মানি, ব্ল্যাক, ব্ল্যাকমেইল, লাভার নাম্বার ওয়ান, দ্য স্টোরি অব সামারা, রানআউট, আই লাভ ইউ প্রিয়া, গ্যাংস্টার রিটার্নস ইত্যাদি। এ বছর গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সুইটহার্ট। এ থেকে প্রতীয়মাণ...