প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বিয়েশাদী সংক্রান্ত বিতর্কের জন্ম দেয়া চিত্রনায়িকা পরীমণি এবার নিজেই নিজের বাগদানের ঘোষণা দিয়েছেন। গত ১৪ ফেব্রæয়ারি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ইতিহাস করে রাখবো ভালোবাসা, কথা দিলাম।’ তার এ ঘোষণাকে অনেকেই তার অনিয়ন্ত্রিত আচরণ ও এক ধরনের পাগলামি বলে অভিহিত করেছেন। এটিকে বিয়ে নিয়ে তার অতীত জীবনের ঘটনাকে ঢাকা দেয়ার একটি প্রচেষ্টা বলে মনে করছেন অনেকে। অনেকে একে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র সাথেও তুলনা করছেন। তারা মনে করছেন, এতে পরীমণিকে নিয়ে সাম্প্রতিক বিতর্কিত ঘটনা ঢাকা দেয়ার একটি অপচেষ্টা। পরীমণি এখন চাঁদপুরে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করছেন। গিয়াসউদ্দীন সেলিম জানিয়েছেন, বাগদানের মতো কিছু ঘটলে তো আমি কিছুটা হলেও টের পেতাম। মধ্যরাত পর্যন্ত সে তো শুটিং করেছে। কখন বাগদান হলো কিছুই বুঝলাম না। বষয়টি তার পাগলামি ছাড়া আর কিছুই না। আমার মনে হচ্ছে, মজা করে সে এ ব্যাপারটি ঘটিয়েছে। পরীমণি অবশ্য বলেছেন, কে কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না। বাগদান সেরে ফেলেছিÑ এটা শতভাগ নিশ্চিত। এদিকে পরীমণির অতীত জীবনের নানা ধরনের ছবি প্রতিনিয়ত কে বা কারা ফেসবুকে আপলোড করে চলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।