Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমায়ূন আহমেদের চলচ্চিত্র কৃষ্ণপক্ষর প্রিমিয়ার শো

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. গত ১৩ ফেব্রæয়ারি বলাকা সিনেওয়ার্ল্ডে এ শোর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘কৃষ্ণপক্ষ’র পরিচালক মেহের আফরোজ শাওন, নায়ক রিয়াজ, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, সঙ্গীতশিল্পী এসআই টুটুল প্রমুখ। ২৬ ফেব্রæয়ারি থেকে চলচ্চিত্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস আহমেদ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক স্বপন, আরফান আহমেদ, মাসুদ আখন্দ, ঝুনা চৌধুরী, জয়ীতা মহলা নবীশ, মৌটুসী বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, কায়েস চৌধুরী, ফারুক আহমেদ, রফিক উল্লাহ সেলিম, জুয়েল রানা, পূজা চেরী, এহসানুর রহমান, রিমু রোজা খন্দকার, মতিউল আলম, লাবণ্য, টুকটুকি প্রমুখ। ফরিদুর সাগর বলেন, আমরা নন্দিত কথাহিত্যিক হুমায়ূন আহমেদের অনেক চলচ্চিত্র প্রযোজনা করেছি। এটিও তার ধারাবাহিকতার একটি। হুমায়ূন আহমেদের গল্প ভাÐার কখনো শেষ হবে না। যুগযুগান্তর চলবে এই গুণী লেখকের গল্পে ‘চলচ্চিত্র’ নির্মাণ। আমরা তার গল্পে ‘চলচ্চিত্র’ নির্মাণের সঙ্গে সব সমই আছি এবং থাকবো। মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ আমাদের মাঝে আজ নেই। তিনি থাকলে খুবই খুশি হতেন। চলচ্চিত্রটি দর্শকরা খুবই পছন্দ করবেন। দর্শকদের ভালো লাগলে আমার পরিশ্রম স্বার্থক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমায়ূন আহমেদের চলচ্চিত্র কৃষ্ণপক্ষর প্রিমিয়ার শো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ